তর্জমা
হীরক সেন
আদিকথা।
হনুমান কহিল, “ভগবান, আপনার যন্ত্রটা আমায় দিন। না হইলে আমি, সীতা মা বা দুরাচারী রাবণের সাথে কথোপকথন করিব কীরূপে?”
রামচন্দ্র বুঝিলেন—সত্যিই, বিচিত্র এই দেশে এত জাতি, এত ভাষা! পুরনো কথা তাহার স্মৃতিতে উদ্ভাসিত হইল।
সুগ্রীবের সাথে তাঁহার প্রথম সাক্ষাৎ। যাহাই বলেন, তাহাই বানররাজের মর্মগত হয় না। ভাষার তফাত। ফ্যালফ্যাল দৃষ্টি। তখন তিনি তাঁহার ট্যাঁক হইতে দেব প্রদত্ত ভাষান্তরযন্ত্র বাহির করিলেন। তিনি যাহা বলিলেন, যন্ত্র মুহূর্তে ভাষান্তর করিয়া পেশ করিল সুগ্রীবকে।
রাম আপন কোঁচড় হইতে যন্ত্র বাহির করিয়া হনুমানকে দিলেন। আহা, সীতে যেন সুললিত রামভাষ্যই শোনে আর রাবণ শোনে রামহুঙ্কার। যন্ত্র ট্যাঁকে গুঁজিয়া হনু উল্লম্ফন করিল।
এপ্রিল, ২০০৬।
গুগল ঘোষণা করল, তারা একটি সফটওয়্যার ডেভেলপ করেছে যা পরীক্ষামূলকভাবে ভাষান্তরে সক্ষম।
অলঙ্করণঃ অংশুমান