নয়ানবাবুর বারান্দাতে আছে দুটো ময়না,
“হরে কৃষ্ণ রাধে রাধে” ছাড়া কিছু কয় না।
হ্যাদার মা কি খেদীর বাবা আসে যখন সক্কালে
নয়ানবাবুর প্রাতঃস্নান ও সন্ধ্যা পূজার প্রাক্কালে
গাঁটে নিয়ে সুদের টাকা,বাঁধা দিতেও গয়না,
নয়ানবাবুর ময়না
“রাধে রাধে হরে কৃষ্ণ” ছাড়া কিছু কয় না।
দেশ ভেসে যায় ঝড় প্লাবনে শুনে ওনার সয়না,
মনে ভাবেন খোল বাজিয়ে চাঁদা তুললে হয় না?
সৎকাজেতে সময় কাটে,চোট পড়ে না নিজের গাঁটে
পুণ্য ছাড়া ভবের হাটে আরও কিছু রয় না
এমনসময় ময়না
“হরে কৃষ্ণ রাধে রাধে” রবে খাঁচার মাঝে কাঁদে,
উনি বলেন “প্রভুর ইচ্ছা ছাড়া কিছুই হয় না।”
ছবিঃ মধুশ্রী