প্রিন্স মাহমুদের আগের কবিতাঃ ও চাঁদ , জোনাকি, মনের কথা , টাকমাথা লোকটা, আমরা শিশু ফুলের কলি
অলস ঘোড়া
প্রিন্স মাহমুদ হাসান
চলছে ঘোড়া টগবগিয়ে
পেরিয়ে সব বাধা,
ভয় পাবে না যে জন তারে
বলতে পারি গাধা।
চলছে দেখো কেমন করে
ভয় ধরিয়ে মনে,
পারলে পালায় সিংহ-ভালুক
যত আছে বনে।
আমার ঘোড়া অলস ঘোড়া,
বলত যারা আগে,
তারাই এবার দৌড়ে পালায়
দেখতে দারুণ লাগে।
আসল কথা খুলেই বলি
মজার কথা এ যে,
গতি বাড়ে অলস ঘোড়ার
টান দিলে তার লেজে।
জয়ঢাকের ছড়া সংগ্রহ