আকাশ বাড়ি
অমৃতাভ দে
মেঘেদের কাছে ঠিকানা পেলাম
কোথায় আকাশ বাড়ি
একদল পরী ছন্দে বলল
আজ ভাব নয়, আড়ি ।
আকাশ বলল, বৃষ্টির কথা
গান গেয়ে যদি ডাকো –
ঝলমলে রোদ পাখির ডানায়
মেঘ পরীকেই আঁকো।
আজ আড়ি নয় , ভাব করলাম
ঠিকানা দিলাম লিখে,
যদি পারো এসো, আমাদের ঘরে
সাজানো নদীর দিকে।
সবুজ বিকেল আসন পাতবে
গল্প বলবে ফুল
দু একটা দিন হৈ হুল্লোড়
আনন্দ বিলকুল।
পরীরা বলল, আকাশবাড়িটা
তোমাকে দিলাম আমি
মনের রঙিন নানান কাগজে
স্বপ্নের পাগলামি।
এসব লিখছি মেয়ের খাতায়
বৃষ্টির জলছবি
আর আড়ি নয় ভাব করে যাও
চেনা ছন্দের কবি।