আমার ঠাকুরদাদা
ফুল্লরা ধর
রসে টসটস গল্প বলেন
বিশ্বের নামজাদা,
হাসিখুশির আসর জমান
আমার ঠাকুরদাদা।
গল্প বলার কায়দা-কানুন
একেবারেই অন্য,
স্পষ্ট কথা বেরোয় না তাঁর
ফোকলা দাঁতের জন্য।
চশমা এঁটে নাকের ডগায়
কাছে রাখেন লাঠি,
হাসির কথায় না হাসলে
আসর করেন মাটি।
আমরা যে তাঁর নিয়মিত
এই আসরের শিষ্য,
গল্প দিয়েই জিতে নিলেন
কচিকাঁচার বিশ্ব।