শংকর দেবনাথের আগের ছড়া বাঁদর
ইচ্ছামতি নদী
শংকর দেবনাথ
আমার আছে ইচ্ছামতি নদী,
বুকের ভেতর সুখের স্রোতে বইছে নিরবধি।
যদি’র ধারার মদির ঢেউয়ে ভিজে,
অথই প্রাণে স্বপ্ন কতই যায় বয়ে সে নিজে।
মাছকুমারীর লাজলাজানো খেলা,
অন্তরেতে বাঁচার মন্ত্রে সন্তরে দুইবেলা।
কলার ভেলা ছলাৎ ছলাৎ ছোটে,
কিশোরদিনের খুশির বীণের সুরের তুফান ওঠে।
জোছনা এসে বেড়ায় ভেসে রাতে,
ডুব-সাঁতারের খুব আমেজে জলপরীরা মাতে।
আজ সে নদীর ভাঁজ পড়েছে ভালে,
পানায় ভরে যাচ্ছে মরে জীবনধারা হালে।
লোভের পলি খেলছে হোলি বুকে,
যতির ফাঁদে আটকে গতি মরছে ধুঁকেধুঁকে।
সাগর তবু ডাগর চোখে ডাকে,
শ্রাবণ-প্রাণের প্লাবণ নদীর হৃদয়ে ঢেউ আঁকে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি