রওশন মতীনের আরো কবিতা – দুটি কবিতা, আমার আছে, ছোট্টো পাখি, শৈশবের দিনগুলি , নতুন দিনের বার্তা, হারিয়ে যাবে, শীতের শহর
এই যে শিশু
রওশন মতিন
ছিন্ন মলিন এই যে শিশু
বুকে জমাট আঁধার কালো,
কোথায় পাবে স্নেহের বাঁধন
কোথায় পাবে আশার আলো!
অনেক ব্যথা গুমরে কাঁদে
রক্ত-ঘামে কান্না ঝরে,
কেউ ভাবে না তাদের কথা
পথের শিশু পথেই মরে।
এই শহরে লক্ষ টাকাই
চলছে ভেসে রোজ,
এতিম ওরা ক্ষুধার কাঙাল
কে রাখে তার খোঁজ!