নুরজমানের আগের ছড়াঃ রাত ফুরানোর শেষে
একলা খোকা
নুরজামান শাহ
ভাবতে গিয়ে রাত কেটে যায় একলা খোকার মনে,
জানলা দিয়ে তাকিয়ে দেখে দূরের নিঝুম বনে –
জোৎস্না নামে গাছের পাতায় রূপোর আলো মোড়া,
আকাশ জুড়ে ভেসে ভেসে ছুটছে মেঘের ঘোড়া।
ভাবছে খোকা যাচ্ছে কোথায় শূন্য আকাশ বেয়ে,
কালো মেঘে জাল ফেলেছে আঁধার গেছে ছেঁয়ে।
তাই তো খোকা বন্ধ চোখে একলা ঘরের কোণে,
” আম্মা ” বলে ডাকছে বসে একলা আপন মনে।
হঠাৎ খোকা তাকিয়ে দেখে সাদা মেঘে ঢাকা,
আকাশ আলোয় মেঘের মাঝে মায়ের মুখটি আঁকা।
darun hoyeche
LikeLike