এক ছুটে
জয়তী অধিকারী
‘ডোডা পিক’ চেনো তুমি?
‘দ্রুং-দ্রাং গ্লেসিয়ার’?
‘খেচিপেরি’ কোন গাঁয়ে?
কোথায় বা ‘পেরিয়ার’?
অচেনা সে পাহাড়ের
মাথা ঢাকা বরফে
হত হয় লঙ্কাও
জেনো অতি দর্পে।
অ্যাটলাস খুলে বসে
হাবুডুবু খাবে স্রেফ
ভাল করে জেনে নাও
নদী, না অচেনা ‘কেভ’।
নদী যদি বলো, তবে
গঙ্গার জুড়ি নাই
গোমুখের ‘ভাগীরথী’
সাগরেতে পেল ঠাঁই।
‘কানহা’য় বাঘমামা
একলাই করে রাজ
ভুটানে গেলেই জেনো
মাথায় পড়বে বাজ।
মনে করো কেউ যদি
যেতে চায় ‘মানস’-এ,
অরণ্য, না সরোবর?
ট্রেন? প্লেন? না বাসে?
‘মৌসিনরামে’ চলো
ভেসে যাই ঝমঝম
বর্ষাতি নিও সাথে
বৃষ্টি যে অবিরাম।
চলো যাই উত্তরে
নেপালী ‘দোর্জেলিং’
‘রিনচেনপং’ যাবে?
নয়ত বা ‘তাশিডিং’?
সবুজ নেশার টানে
ধানক্ষেতে ছুটে যাই
সবচেয়ে সেরা হল
বেড়ানোর নেশা ভাই!