এই লেখকের আগের ছড়াঃ ফোটাই মনের ফুল, কইব কথা পড়ে, ঘোড়ার জবাব , গান, রং, ওলটপালট, এই মুঠোতে

গদাধর সরকার
এরা ভাবে বেশি বেশি
ওরা ভাবে কম কম !
এরা চড়ে টাঙা গাড়ি
ওরা চড়ে টমটম !!
এরা বলে চিনি চিনি
ওরা বলে গম গম !
এরা ভাবে ঝিরি ঝিরি
ওরা ভাবে ঝম ঝম !!
এরা কেনে লেডিকেনি
ওরা কেনে চমচম !
এরা থাকে শিলিগুড়ি
ওরা থাকে দমদম !!