অমিতাভ প্রামাণিক -সব লেখা একত্রে
কাঁঠালের চতুর্দশপদী
অমিতাভ প্রামাণিক
একদিন গাছে চড়ে বড় একটা কাঁঠাল ভেঙে খাবো।
গাছে চড়ে বড় একটা কাঁঠাল সাঁটাবো একদিন।
কাঁঠাল খাওয়ার জন্যে গাছে উঠবে এই অমিতাভ।
গাছে উঠে কাঁঠাল খাবো – আহা, কী বিচিত্র সেই সিন।
একদিন গাছে চড়ে ভেঙে খাবো আস্ত এক কাঁঠাল।
আস্ত একটা কাঁঠাল খাবো একদিন একটা গাছে চড়ে ।
একদিন গাছে উঠবো, কাঁঠাল থাকবে ভরে দুই গাল।
অমিতাভ গাছে চড়ে কাঁঠাল খাচ্ছে, পড়বে নজরে।
কী বিশাল কাঁঠালগাছ, চড়ে তাতে আমি খাবো ফল।
কাঁঠাল ভাঙব আর খাবো, চড়ে একটা মস্ত কাঁঠালগাছে।
গাছে চড়ব আর কাঁঠাল খেয়ে যাব আমি অবিরল।
আমার ভাগ্যে গাছে চড়া, কাঁঠাল খাওয়া দুইই লেখা আছে।
গাছে উঠে কাঁঠাল খাবো, ভেবে ভেবেই মনটা উদ্বেল।
কাঁঠালটা তো আমি খাবো, তোরা গোঁফে লাগাস কেন তেল?