কোন রূপকার
দেবাশিস বসু
সুয্যি তখন উঠি উঠি আবছা আলোর অল্প ভোরে
বলছে পাখি ছুটি ছুটি নতুন দিনের গল্প করে।
নীল আকাশে আলোর মালা ফুলপরিদের ছদ্মবেশে
আকাশ গাঙে বরণডালা উঠল দেখি পদ্ম ভেসে।
আঁকছে এসব কোন রূপকার শিল্পী মনের মধ্যে থাকা।
শরৎ সাজায় আজ উপহার রংবেরঙের পদ্যে আঁকা।