তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে
গণ্ডারের কাণ্ড
তরুণকুমার সরখেল
লকডাউনের মজা নিতে এক গণ্ডার আসে গাঁয়ে,
ভেবে ভেবে মরে কোনদিকে যাবে সামনে পিছনে বাঁয়ে।
হঠাৎ দেখে সে মোড়লের বাড়ি সামনের গলি পথে,
সরু গলি বেয়ে খুঁজে খুঁজে ঠিক পৌঁছাল কোনোমতে।
মোড়লের পোলা খাচ্ছিল ভাত ঘি আর আলু মেখে,
লাফ দিয়ে পড়ে উঠোনের মাঝে সেই গণ্ডার দেখে।
কাতুকুতু চোখে গণ্ডার বলে, ভয় কেন পাস মিছে?
ভাত-টাত ফেলে শুধু শুধু ঝাঁপ কেন দিতে গেলি নিচে?
কাছে আয় শোন, এক থালা ভাত আন দেখি তুই আগে
না হলেই আমি তেড়ে-ফুঁড়ে যাব থাকব না কারও বাগে।
মোড়লের পোলা ভাত নিয়ে এসে খেতে দিল শেষমেশ
আনলক একে গণ্ডার শেষে ফিরে গেল নিজ দেশ।