অপর্ণা গাঙ্গুলীর আগের ছড়া – রূপকথার ছড়া
গবলফাঁকি
অপর্ণা গাঙ্গুলী
(Roald Dahl-এর ‘gobblefunk’ (The BFG) শব্দটি দ্বারা অনুপ্রাণিত)
শব্দের গবলফাঁকি
কেউ তা জানো নাকি?
যেমন ওই ‘জাবরখাকি’
ঝুম দুপুরে
থান ইট শব্দগুলান,
মনেতে বাদুড়-ঝুলান,
যেন তেড়ে মেরে মারতে আসে
ঘেউ-কুকুরে।
তাই তো নিঝুম মনে
রেঁধে খাই শব্দ বুনে,
তোমরা বুঝলে ভালো,
না বুঝলে ভাই
পথটি ছাড়ো।
তবে এই চিংড়ি ঘ্যাচাং
শব্দরা হেই মারে টান,
ভাই, তুমি ল্যাংলা ফ্যাচাং
এবার বাড়ো।
টুমলিং নিশিথপুরে
ঘুমঘুমে রাতদুপুরে
কবতেরা মিহি সুরে হাওয়ায় ভাসে,
কাকজোছনায়।
কালিদাস ভর্তৃহরি
এসো দাদা পায়ে পড়ি,
শব্দরা, বেবাক দেখি, যায় আর আসে
ভাব আসে না।