গ্রীষ্মনামা
মঞ্জিস রায়
একঘেয়ে দিনরাত ঘেমে নেয়ে ক্লান্ত
চেপে বসে মগজেতে অদ্ভুত চিন্তা
ওপাড়ার রানা রায়
ভুল সুরে গান গায়
ভালোবাসে খেতে শুধু নুন আর পান্তা।
মাথা ঘোরে বনবন, পায় শুধু তেষ্টা
কাঠফাটা রোদ্দুর খেলাধুলো বন্ধ
রানা রায় নিরুপায়
আকাশের দিকে চায়
কতদূরে বৃষ্টির মাটিভেজা গন্ধ?
ফেরিওয়ালা ডাক ছাড়ে ঝিমধরা কণ্ঠে
গাছে গাছে পাকে আম, খেতে লাগে মিষ্টি
রানা রায় স্নানে যায়
থেকে থেকে জল খায়
বলে আর সয় না তো এই অনাসৃষ্টি।
বিকেলের হাওয়া বয়, ফুরফুরে হয় মন
গাছগুলো দুলে ওঠে, রাশ টানে রোদ্দুর
এপাড়ায় ওপাড়ায়
দিকে দিকে শোনা যায়
শান্তির আলোমাখা বিশ্বকবির সুর।