ইন্দ্রনাথের এর সব লেখা একত্রে
ঘুমকাতুরে
ইন্দ্রনাথ
ঘুমকাতুরে মেয়ে
কাজের থেকে ফিরেই পড়েন
বিছনাতে ঘুমিয়ে
ঘুমকাতুরে মেয়ে
ফিরতে ফিরতে একলা ওঠেন
ঘুমপাড়ানি গেয়ে
ঘুমকাতুরে মেয়ে
রোজ সকালে ঘুম ভাঙে তার
একচোখ ঘুম নিয়ে
ঘুমকাতুরে মেয়ে
হঠাৎ যদি ঘুম পেয়ে যায়
ঘোরেন বালিশ নিয়ে
ঘুমকাতুরে মেয়ে
হোঁচট খেলে গড়িয়ে পড়েন
ঘুমের ভেতর গিয়ে
ঘুমকাতুরে মেয়ে
ঘুম ঘুম তার সারা দুপুর
রাত্তিরে ঘুম দিয়ে
ঘুমকাতুরে মেয়ে
খাবার দাবার ফেলে রেখেই
পড়েন যে ঘুমিয়ে।