ছারপোকা
দেবীস্মিতা দেব
কামড়েছে ছারপোকা ওরে হতভাগা রে
ছট্ফট্ করে আমি সারারাত জাগা রে
জ্বালিয়ে মারছে খালি ওরা একনাগাড়ে।
ভেবেছিস আমি বুঝি খুব রামবোকা রে?
এভাবে জাগিয়ে রাতে দিয়ে যাবি ধোঁকা রে?
এইবেলা ছাড়বো না তোকে ছারপোকা রে।
এইবারে তোর ঘুম চটে গেলে টেরটা
পাবি তাই করিস না আর বেশি দেরটা
না পালালে দেখে নিস্ মেটাবোই জেরটা।
ছারপোকা কার খোকা? কার জানি বাচ্চা?
কান খুলে শুনে রাখ্ বলে দিই সাচ্চা।
আর যদি জ্বালাস না, দেবো ধরে আচ্ছা।