ছুটির মজা
সৈকত ঘোষ

বইখাতা সব শিকেয় তুলে করবো লুটোপুটি।
তাইতো আমার ঘুম ভেঙেছে আজকে সকালবেলা
সকাল থেকেই নীল আকাশে সাদা মেঘের ভেলা।
কেউ বা হাসে, কেউ গম্ভীর, মেঘের কত ঢং।
নীল সেলেটে সাদা কালো হরেকরকম রং।
দুপুর বেলায় একলা বসে আঁকব গাঁয়ের রূপ।
তাই না দেখে জলফড়িংও এক্কেবারে চুপ।
ঠিক তখনই সূর্য যদি ঝিলিক দিয়ে ওঠে,
খিলখিলিয়ে হাসব আমি, রৌদ্র মেখে ঠোঁটে।
গুরুদেবের গানের কলি গাইব আমি আজ।
আকাশ পানে তাকিয়ে থেকে দেখব মেঘের সাজ।
হঠাৎ যদি বৃষ্টি আসে, ভিজব নিয়ম করে।
অচিন দেশে হারিয়ে যাব ময়ূরপঙ্খী চড়ে।
কিংবা যদি নীলপরীটা আসে আমার বাড়ি
অভিমানে বলব আমি, তোমার সঙ্গে আড়ি।
এমনি করেই একটা সময় সূর্য ডুবে যায়।
মা বললেন, ছোট্ট সোনা ! এবার ঘরে আয়।
আসবে আবার ছুটির দিন অনেক দিনের পরে,
ঘুমের পরী আলতো হাতে আমায় জড়িয়ে ধরে।