ছড়া
বিদ্যুৎ মিশ্র
তোমার সাথে করব খেলা
দুপুরবেলা
আমবাগানে আসন পেতে
পুতুল খেলা
ইচ্ছে হলে বোসপুকুরে
সাঁতার দিয়ে
ধরব মাছ বঁড়শি ফেলে
সঙ্গী নিয়ে
গাছের থেকে ফলের থোকা
তুলব চড়ে
সবাই মিলে খাব তখন
আয়েশ করে।
আমার কাছে ফন্দি আছে
নানা রকম
কিশোর বেলা উঠছে জেগে
ভীষণ চরম।