প্রকল্প ভট্টাচার্যের আরো ছড়াঃ আবীরপুরুষ, প্রাণ ভরিয়ে্ , আজ জ্যোৎস্না রাতে, দুগ্গা দুগ্গা, রি-মেক ছড়া, মা দুর্গা, জোড়া ছড়া, বিদঘুটে–, চুরমুর, বিজ্ঞানী, কুলপিওয়ালা, পুজোর ছুটি, তাজমহল, দিনবদল, সান্টাগান
জাম্বোনগর
প্রকল্প ভট্টাচার্য
প্রথম যেবার জাম্বোনগর গেচি,
হুমদো থালায় ময়দা মেখে, য়্যাব্বড়ো তার লেচি,
ময়ান দিয়ে চারটে যোয়ান ‘হেঁইও’ বলে বেলে,
ভাজছে তখন গাম্বোলুচি, বালতিপাঁচেক তেলে।
দুকুরবেলা ঢাউস থালায় দু’মণ চালের ভাতে
গাবদা সে এক পাবদা ভাজা! বলব সে সাক্ষাতে!
যেমন সোয়াদ তেমন আকার! কিন্তু হলো মজা,
খাওয়ার শেষে আনলো লাঠি তরমুজেতে গোঁজা!
ভয়ের চোটে পগার পেরোই, ফাটবে নাকি মাথা!
আসলে তা আঙুর ছিল, টুথপিকেতে গাঁথা!!