তিন তাল
জয়তী অধিকারী
তিনখানা তাক ছিল, হাতছানি ডাক ছিল
বইয়ে বইয়ে ভাব ছিল বিস্তর,
পাতাভরা শ্বাস ছিল, শব্দের চাষ ছিল
ক্রমে কমে আসছে জলস্তর।
রূপক টুপক ছিল, ভারী ত্রিপিটক ছিল
ইতিউতি চাইছিল পুবকোণ,
মেঘলা আকাশ ছিল, তারাদের বাস ছিল
বৈশাখী ঝড়ে অণুবীক্ষণ।
পোষমানা কাকাতুয়া, ঘুম চোখ না খুলিয়া
খালি বলে, “জল দে, চা দে”,
একদিন রেগে গিয়ে, খাঁচা খুলে দি’ উড়িয়ে
বিকেলেই ফিরে এসে কাঁদে।
একবুক ঘাস ছিল, রামদানা হাসছিল
পাকদন্ডীতে চলো পাক খাই,
গুপী ছিল, বাঘা ছিল, সাথে জয়ঢাক ছিল
ভূতেদের রাজাকে কোথায় পাই?
ছবিঃ মৌসুমী