প্রকল্প ভট্টাচার্যের আরো ছড়াঃ আবীরপুরুষ, প্রাণ ভরিয়ে্ , আজ জ্যোৎস্না রাতে, দুগ্গা দুগ্গা, রি-মেক ছড়া, মা দুর্গা, জোড়া ছড়া, বিদঘুটে–, চুরমুর, বিজ্ঞানী, কুলপিওয়ালা, পুজোর ছুটি, তাজমহল, দিনবদল
সান্টাগান
প্রকল্প ভট্টাচার্য
সেদিন বুড়ো সান্টা
গাইতে গিয়ে গানটা
এমন জোরে স্লেজ চালাল
যাচ্ছিল তার প্রাণটা!
হরিণগুলোও পাজি
যেই খেল ডিগবাজি
বলল দাদু নৌকো চালাও
আমরা হব মাঝি।
সান্টা তখন বলে
বরফ যদি গলে
ভাবব তখন, এদিকে সব
গিফট যে গেল জলে!