প্রকল্প ভট্টাচার্যের আরো ছড়াঃ আবীরপুরুষ, প্রাণ ভরিয়ে্ , আজ জ্যোৎস্না রাতে, দুগ্গা দুগ্গা, রি-মেক ছড়া, মা দুর্গা, জোড়া ছড়া, বিদঘুটে–, চুরমুর, বিজ্ঞানী, কুলপিওয়ালা, পুজোর ছুটি, তাজমহল
দিনবদল
প্রকল্প ভট্টাচার্য
বলল আয়ান “আনবি না জল?”
রাই বলে, “আমি যামু না।
কেষ্টাকে বলো যমুনায় যেতে।
তুমি ও ব্যাটার মামু না!”
বললো আয়ান, “পারবে কি ব্যাটা!
বাঁশি হাতে ঘোরে রাত দিন,
কষ্ট কী আর সইবে শরীরে!”
কেষ্টা বললো, “বাদ দিন।
গোটা গিরি আমি ধারণ করেছি
পড়েছি কমিক্স বইতে।
একঘড়া জল আনলে কখনো
প্রেস্টিজ পারে সইতে!
তার চেয়ে ঘরে বোর ওয়েল খুঁড়ে
‘আর ও’-তে করুন শুদ্ধি!
(ব্যস, ঘুচে গেল যমুনার লীলা,
কেষ্টার বেশী বুদ্ধি!)