দীপাবলির চাওয়া
সুব্রত দাস
১। দীপাবলি
চড়কা রকেট ফুলঝুড়ি আর
রঙমশালের আলো,
মোছায় কী দ্বেষ দ্বন্দ এবং
ঘোচায় মনের ”কালো”!
মোম প্রদীপ আর আকাশবাতির
মস্ত আলোকপু্রি,
ঝলমলে রাত দীপাবলির
আনন্দ ফুলঝুড়ি !
ঘুম ছুটছাট কচিকাঁচার,
দুম ফুটফাট বাজি,
সরুক মনের ময়লা যত
ভরুক ফুলের সাজি !!
২। ভাইফোঁটায়
সাজিয়েছি আজ বরণডালা
ধান দুব্বোয় প্রদীপ জ্বেলে,
ভাই তোকে আজ দেবোই ফোঁটা
গভীর স্নেহের পরশ ঢেলে !
সুখের সাগর তোর বুকেতেই
ঢেউ তুলে যাক জীবনভোর,
রোজই নতুন সূর্য উঠুক
আসুক হাসুক নতুন ভোর !
আর কিছু নয়, এইটুকু চাই
রইল আশীষ ভাইফোঁটাতে,
সকল বাধা তুচ্ছ ক’রে, পারিস
মনোরথ ছোটাতে !!