শান্তনু বন্দ্যোপাধ্যায় এর সব লেখা একত্রে
দেবতা
শান্তনু বন্দ্যোপাধ্যায়



গুলবাহারে গুলবদনে লাগল এসে টিপ,
গুরুমশাই পেন্নাম হই, পায়ের ওপর ঢিপ।
গুরুর চেলা গুড়ের ঢেলা কষে লাগান চড়,
আমড়া-আঁটি জলবিচুটি মাটির নিচে খড়,
খড় পেয়েছি বর পেয়েছি গাঁজার নেশায় ধুম,
ফুলকি চলে দুলকি চালে পটকা ফাটে দুম।
দুম মানে তো ল্যাজ আর ঘুম ধরলেই বাড়ি,
আঁটুল বাঁটুল দুটোই জেনো আস্ত বদের ধাড়ি।
বদমেজাজি পিসতুতো ভাই সড়কি হাতে শন্না,
এদিক ওদিক যেথায় সেথায় এক্কেবারেই খান না।
খাবার কথায় নোল সকসক গোল্লাচোখে লোভী,
যেমন আমার ইল্লি ভাসান তেমনি দেবাদেবী।
দেব হয়েছেন দেবীও গেছেন অন্তরে আজ কাল,
বোধন হল সবাই এবার তিলকে করো তাল।
তালের আঁটি কাশের শটি দুইই বেঁধেছি হাতে,
যে করে হোক দুগ্গা দেখো সবহারাদের সাথে।
সব হারিয়ে গুণ পরিয়ে তির চালাবেন যারা,
ঠাকুর ঠাকুর মাটির গড়া দেবতা হলেন তারা।