ছড়ার পাতা ধোঁয়া ধুলোর শহর ছেড়ে তরুণ সরখেল শরৎ ২০১৯

তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে

ধোঁয়া-ধুলোর শহর ছেড়ে

তরুণকুমার সরখেল

ধোঁয়া-ধুলোর শহর ছেড়ে, যাচ্ছি পুজোয় কাঁসাই পাড়ে ;
মন ছুটে যায় কাশের বনে, নীল পাহাড়ে –।
মেঘে সেজেছে আকাশ নীলে হাজার রকম আঁকিবুকি ;
তারই ফাঁকে সূর্যিমামা দিচ্ছে উঁকি –।
বকের পাখায় রোদ ঝলকায় উজ্জ্বলতায় আকাশ নীল ;
সাদা-রঙিন শাপলা ভরা পুকুর ঝিল—
আপন বেগে ছুটছে নদী সঙ্গে ছোটে ঢেউয়ের রাশি ;
কাঁসাই পাড়ে রাখাল ছেলে বাজায় বাঁশি—
যাচ্ছি পুজোয় পায়ে হেঁটে সবুজ ধানের বন্ধু হতে ;
বাঁশের সাঁকোয় একলা পেরোই কোনমতে –।
আটপহুরে হলুদ শাড়ি মাহাতদের ঘরের মেয়ে ;
ব্যস্ত কাজে উঠোন মাঝে অবাক চেয়ে –।
ডুংরি ঘেরা টোলা জুড়ে চলছে পরব সকাল থেক ;
হৃদয় জুড়োয় কাঁসাই পাড়ে এসব দেখে –।

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s