১
দন্ত নাড়ে পান্তবুড়ি
খন্তা মতন ছন্দ ছুড়ি
আঁতকে বলে মন্দ না আজকে গায়ে গন্ধ না।
হাম্পু করে লাফ দিল
বস্তা ভরা ব্যাঙ ছিল
তাই দেখে সব ঘঞ্চুরি ওষ্ঠে কাটে চুমকুড়ি।
চমকে গিয়ে বক্লাবম
ঘড়াং নাচে ছমরছম্
একঠেঙে ওই ধপাসধাই বলল জোরে আপিস নাই।
পাশের পাড়ার শিনশিনি
নাকটি মোছে তক্ষুনি
ভল্কু দিলো ভীষণ ডাক মাঞ্চুরিয়ান খাচ্ছে খাক।
2
আজকে যারা হাম্পুগাগা সুরে
গান জুড়েছ ডাকটি ছেড়ে তানা
সকালবেলা ভেউ এর ধারে গেলে
ধরবে এসে খাম্পোছাকের ছানা।
কামড়ে দেবে, বুঝবে তখন মজা
আছেন যতো আলটুপাকা গ্যাটন
ইঞ্জিবুড়ো ছাঁকনি দিয়ে ছেঁকে
খাইয়ে দেবে আলতা ভরা খ্যাটন।
তাইতো বলি ঙাপমি তালের নাচে
যাসনে রে তুই লাগপাড়োবুর কাছে
রাম্পুটেরা আসবে হঠাৎ তেড়ে
ওদের কাছে অনেক ঝুবু আছে
জয়ঢাকের ছড়া সংগ্রহ
ছবিঃ তিতিল
baah re! Daarun to!!
LikeLike
দারুণ! মনটা ফুরফুরে। ঙাপমি তালটা কিন্তু শিখতে ই হবে
LikeLike