কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের আগের ছড়া ভূতকাওয়াজ, হতাম যদি ডাইনোসরাস, রবিঠাকুরের রসিকতা
পক্ষিরাজ
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
এক যে ছিল পক্ষীরাজ
তার যা গেল ঝক্কি আজ! বলবো কী আর।
যুবরাজকে পিঠে নিয়ে
হাজার মাইল পথ পেরিয়ে
মেলে দিয়ে বিশাল ডানা
নীল আকাশে উড়ল যা না! হাওয়ার বেগে।
অচিন দেশের রাজকুমারী
দেখতে সে যে মিষ্টি ভারি,
মেঘের মতো নয়ন তারই টানা টানা।
রাজপুরীতে বন্দী থাকা
মন্তরে ঘুম পাড়িয়ে রাখা
সোনার কাঠি রুপোর কাঠি
বদলে গিয়ে রূপকথাটি সত্যি হল।
কিন্তু যেটা ঘটল সেটা
ঘটত কি আর মনের মতো?
ভাগ্যি ছিল পক্ষীরাজ
স্বপ্নটা তাই সত্যি আজ।
না থাকলে সে কী যে হত, ভাবতে পার?
ছবি মৌসুমী