পক্ষীরাজের ডিম
বাসুদেব গুপ্ত

লুকিয়ে পড়ে স্বপ্নভেলা এককোণে নিঝ্ঝুম।
স্বপ্ন আমার তুললু বেড়াল দুধ না দিলেও চলে,
ভোলাই তাকে আজগুবি সব খাওয়ার কথা বলে
মিঁয়াও আমার গায় সোয়েটার শীতকাতুরে ভীম
আয় কোলে বোস পোচ খাওয়াব পক্ষীরাজের ডিম।
আমার দাদু খুলছে জানিস জম্বুদ্বীপে রেস্তোঁরা,
বিশেষ মেনু অক্টোপাসের কাটলেট আর ডালবড়া,
কুসিনগুলো ভূতের রাজার কিচেন থেকে আমদানি,
কেরোসিন আর আলকাতরায় ভুরভুরানো ব্রিয়ানি,
সি-উইডের চাটনি মেখে ঝিনুকবাটার নীর দোসে
আদ্ধেকটা দাঁড়িয়ে খাবে আর বাকি ঘোড়ায় বসে।
খাওয়াদাওয়ার গল্প শুনে বিল্লী বলে হাই তুলে,
কার্ব খাইয়ে মারবে নাকি প্রোটিন দেখি যাও ভুলে।
জানো না মোর জন্ম থেকে ক্যাটো ডায়েট খাওয়ায় মা,
ইডলি দোসা ভাত ও রুটি কার্বে আমার জোর মানা।
এই না বলে তিড়িং করে ইঁদুর দেখে লাফ দিলে,
মার আওয়াজে ঘুম ছোটে ফের, উঠবি না দি জল ঢেলে?