জ্যোতির্ময় দালালের আরো ছড়া আষাঢ়ে গল্প, চোর-পুলিশ, দূরদর্শী, পেরাইভেট, দুটি ছড়া,
জয়ঢাক প্রকাশন থেকে জ্যোতির্ময় দালালের ছড়ার বই অর্ডার দিতে এইখানে ক্লিক করুন।
পরবাসে
জ্যোতির্ময় দালাল
নীল আকাশে পুঞ্জমেঘের ভেলা
পাগলা হাওয়ার ঘূর্ণি কাশের বনে,
উলুক-ঝুলুক সোনারোদের উঁকি
পুজোর ঢাকের বাদ্যি গহন মনে।
মহালয়া বীরেন্দ্র ভদ্রের
রেডিওতে ভোর রাত্রে উঠে শোনা,
আসছে পুজো আবার বছর ঘুরে
কয়েকটা দিন মধ্যে হাতে গোনা।
পালপাড়াতে দৌড়ে গিয়ে দেখি
শেষ হয়েছে দেবীর চক্ষুদান,
ম্যারাপ বাঁধার বাঁশের গাড়ি এল
খুশিতে আজ পাগল হল প্রাণ।
চারটি দিনের জন্য পাকাপাকি
মোদের সবার মণ্ডপই ঘরবাড়ি,
আড্ডা দেদার, রাত্রে আলোর মেলায়
দু’চোখ খোঁজে প্রথম রঙিন শাড়ি!
হাতড়ে স্মৃতি খুঁজছি সে দিনগুলো
শারদ আকাশ আজও তেমন হাসে?
শুনছি পুজোর মন্ত্র যে ডট-কমে
আমি এখন ব্যস্ত পরবাসে!
ছবিঃ মৌসুমী