পরমাত্মীয়
সৌমেশ গোবিন্দ সেন
কখনও তো দেবী ভাবিনি তোকে,
প্রণাম তবু করি অনেকবার,
তুই তো আমার বিয়ে হওয়া মেয়ে
প্রতি পুজোয় ফিরিস ঘর আমার।
আরেকজন রক্ত মেখে ঠোঁটে
অসুরদল করছে যে সংহার,
সেও হয়ত আসলে এক দেবী
কিন্তু ভাবি পাগলি মেয়ে আমার।
জামাই আমার ছাই ভস্ম গায়ে
গাঁজা খেয়ে চড়ে ষাঁড়ের পিঠে
ত্রিনয়নে প্রলয় আগুন জ্বলে,
তবু মোদের সম্পর্কটা মিঠে।
কানু? সে তো আমার ঘরের ছেলে,
এই ফিরে আসবে ধেনু নিয়ে।
অবতার? বলুক যারা বলে,
আমি তো বেশ বকে আসি গিয়ে।
আজকে যদি কেউ শেখাতে আসে,
ভগবান এদের বলতে হবে।
আমি তো ভাই মরেই যাব হেসে,
নিজের লোক বলব কাকে তবে?
ছবিঃ মৌসুমী