অংশুমানের আগের দুটি ছড়া, ভারতবর্ষ, নামগান ও ফলাফল
প্রার্থনা
অংশুমান দাশ
টেকোদের চুল হোক
ভুলোদের ভুল হোক
আমাদের সব্বার
ডানকানে দুল হোক।
গরিবের টাকা হোক
সিন্দুক ফাঁকা হোক
গোল হয়ে পিকনিকে
আলুভাতে মাখা হোক।
বোকাদের মাথা হোক
শীতকালে কাঁথা হোক
শহরের বুক জুড়ে
গাছপালা পাতা হোক।
আমার ঘটে দুটি বুদ্ধি হোক।
LikeLike