পার্থ চৌধুরীর আগের ছড়া বুড়ো আঙুলা
পার্থ চৌধুরী
১
ভেবে দ্যাখো কম্বিনেশন
ব্যাকরণ-দিদি গেছে ব্যায়াম-দিদির কাছে
একজন ‘পাংচুয়েশন’
আর জন ‘এক্সারসাইজ’ এনে রেডি আছে।
“পিঠ নয় একটুও বেঁকে,”
“দু’হাত তুলুন সোজা,” “এখানে কি ‘কমা’?”
“দুই কাঁধ নিন দেখি ঝেঁকে”
“ওখানে ব্র্যাকেট হবে!” “করে দিন ক্ষমা।”
ব্যাকরণ হল ম্রিয়মাণ
“স্যরি আর বলছি না, ব্যায়ামটা করি?”
“বেশ তবে ইস্থির দাঁড়ান,”
“কথাটা কি স্থির হবে?” “দুর্গা শ্রীহরি!”
“থুড়ি, এই মুখে তালাচাবি”
ব্যায়াম অবাধে চলে বেশ কিছুক্ষণ
“সুস্থ্য থাকার বহু দাবি,”
“ওটা যে সুস্থ!” “আজ বাড়ি যান বোন।”
২
দন্তশূলেতে কাবু হন ব্যাকরণ।
ডেন্টিস্ট যেই বলে, “দিদি, হা করুন,
বাকা দাত অবিকল সোজা হয়ে যাবে।”
“উরে মা-রে, কে চন্দ্রবিন্দু বসাবে?”
“ছঁটফট নয় দিদি, লেগে যেঁতে পাঁরে।”
ব্যাকরণ-দিদি অজ্ঞান চুপিসাড়ে!
“হাতে কঁত ধাঁরালো জিনিস দেঁখেছেন?”
ডাক্তার হয়ে কোন ভূত এসেছেন!