ছড়ার পাতা ভোর জাগে টুম্পা মিত্র সরকার শরৎ ২০২০

ভোর জাগে

টুম্পা মিত্র সরকার
জানালাটা খোলা ছিল সেদিন ঘরের
বিছানায় জেগে চোখ রাখি সেখানে৷
দেখছি কেমন করে কাটছে আঁধার
পুবদিক জেগে ওঠে আলোর স্নানে৷

আনমনা হাওয়া এসে ফিসফিস করে
আমাকে বলল ডেকে অরুণের রাগে
ভোর জাগে, চেয়ে দেখ পাখিদের গানে
আলোর স্নিগ্ধ হাসি মাখে ফুলবাগে৷

ঝিলিমিলি আলো মেখে দিঘি উৎসুকে
নতুন খুশিতে তার ঢেউ ওঠে দুলে৷
ভেসে যেতে চায় মাঝি রূপকথা দেশে
আলাপের সুর জাগে শেফালিকা ফুলে৷

ভোরাই আলোক মেখে তারা দেয় ডুব
হয়তো যাচ্ছে ঘুমপরিদের দেশ!
মাঠের সবুজে শিশিরের ফোঁটা ছুঁয়ে
সে ভোর দেয় যে ধরা আজও অনিমেষ৷

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s