এই লেখকের আগের ছড়াঃ পিকনিক, গল্প নয়কো অল্প, গড়িয়ে হাঁটা, অনেক রাতে, রোদের ছানা
মুখ বন্ধ
হীরক সেন
শম্ভুকাকার লম্বা দাড়ি
বাসা বেঁধেছে ময়না,
কাকা কেন ক্ষুব্ধ ভারি
কথা যে আর কয় না।
সবাই শুধোয়, ও কাকা তোর হল কী?
চুপ মেরে এই গুমরে থাকা ভালো কি?
কাকা লেখেন স্লেটের ’পরে
‘কাক ভেবে যে অন্ধকারে
বাঁধতে দিলেম দাড়ির ভিতর বাসা,
আরাম করে ময়লা খাবে
দাড়িখানাও সাফাই হবে
চান না করেও, এই ছিল মোর আশা।
কিন্তু দেখি দিনের বেলায়
ময়না এটা, কাক পাখি নয়
যে যা শুধোয়, ঐ দেয় তার জবাব
আমি কিছু বলার আগে
সেই কথা বলতে লাগে,
এমনতর বিচ্ছিরি তার স্বভাব।
আমিও বাপু ঠিক করেছি তাই
মুখটি বুজে থাকব চুপটি করে,
করব এখন সাধন মৌনতাই
যতদিন না যাচ্ছে আপদ উড়ে।’