মেঘলা সকাল
অর্ণব নন্দী
সকালবেলা ঘুমটি ভেঙে
দেখি দু’চোখ মেলে –
আকাশ হঠাৎ গোমড়া মুখো,
রোদ ওঠেনি বলে।
সূর্যিমামা সূর্যিমামা,
এবার উঠে পড়ো –
আকাশদাদার গোমড়া মুখে,
একটু হাসি ভরো।
আজকে আমি আলসে বড়ো!
আরেকটুখন শুই –
মেঘেরা সব করছে খেলা,
হও না তুমি সই।
মেঘলা আকাশ সকালবেলা
লাগছে বড্ড বোরিং –
বাতাসকাকা, কোথায় তুমি?
হও না একটু রোরিং।
বলতে বলতে বাতাসকাকা,
উঠল বেজায় ক্ষেপে!
হাঁকার দিয়ে তাহার সাথে,
বরষা নামল ঝেঁপে।
সকাল সকাল এসব কান্ড
আর কি লাগে ভালো?
সূর্যিমামা, আর্জি শোনো,
এবার তো চোখ খোলো।
এই তো আমি উঠছি জেগে
মেঘের আড়াল দিয়ে,
সকালবেলার সতেজ আলো
দিচ্ছি তো ছড়িয়ে।
চোখটা মেলে তাকাও চেয়ে
আকাশদাদার বুকে –
সাতটি রঙের রামধনু ওই
আঁকছি বেজায় সুখে!