এই লেখকের আগের ছড়াঃ ফোটাই মনের ফুল, কইব কথা পড়ে, ঘোড়ার জবাব , গান, রং, ওলটপালট, এই মুঠোতে, এরা ওরা
যে মেয়েটা
গদাধর সরকার
যে মেয়েটা ছড়ায় সাগর পারুল চাঁপার মনে
যে মেয়েটা খুশির খবর পাঠায় হলুদ বনে
যে মেয়েটা ঘুরে বেড়ায় শিরিন নদীর বাঁকে
যে মেয়েটা আপন মনে উদাস দুপুর আঁকে
যে মেয়েটা ধুলো ওড়ায় কুসুমপুরের পথে
যে মেয়েটা আবির ছড়ায় লাজুক মনের মঠে
যে মেয়েটা সাহস জাগায় আশার প্রদীপ জ্বেলে
যে মেয়েটা রামধনু মন, সরায় আঁধার ঠেলে
যে মেয়েটা রূপকথা পুর, নূপুর পরে নাচে
যে মেয়েটা সোহাগ দিয়ে ফোটায় কুঁড়ি গাছে
যে মেয়েটা রোদের কুচি ছড়ায় নদীর কূলে
যে মেয়েটা মনের আগল সদাই রাখে খুলে
যে মেয়েটা শালুক ফুলের আদর ভালোবাসে
যে মেয়েটা খুশির পালক ছড়ায় সবুজ ঘাসে
যে মেয়েটা টগর, পলাশ, তিতিরপুরের ছুটি
যে মেয়েটা নদীর সাঁকো, বুনো হাঁসের জুটি
যে মেয়েটা সাঁতার কাটে গাঁয়ের পুকুরঘাটে
যে মেয়েটা কাগজ কুড়োয় নিঝুমপুরের হাটে
যে মেয়েটা ঝুমঝুমি ভোর, কেবল কাছে ডাকে
সেই মেয়েটাই বাঁশি আমার হৃদয় জুড়ে থাকে।
গদাধর সরকার ওরফে মালিপাখি। শারদীয়া জয়ঢাকে প্রকাশিত তর ছড়াটি এখন আর এই দুটো নামে বদ্ধ রইলো না এমন সুন্দর ছড়াটির মধ্যে দিয়ে তিনি বলেই দিলেন কুসুমপুর, তিতিরপুর, নিঝুপুরের ছড়া পথিক।
LikeLike