এই লেখকের আগের ছড়াঃ ফোটাই মনের ফুল, কইব কথা পড়ে, ঘোড়ার জবাব , গান
রং
গদাধর সরকার
ঘুরে যাবো লিখিপুরে,
গানের টিকিট!
কেটে দেখি, তারা দুটি,
জ্বলে মিট মিট…
হেসে বলে এই দ্যাখো,
সুরের আকাশ!
আমাদের ভালোবাসে,
হাঁস, নদী, ঘাস…
ঘাসে ঘাসে ঘাস ফুল,
আলোর জাহাজ!
নাচ করে কাচ পুঁতি,
চিঠি লেখো আজ…
আনি মানি জানি সে-তো,
চিঠির বাগান!
কবি শুধু বলে বুকে,
জেগে থেকো গান…
গানে গানে জেগে ওঠো,
পাখির পাখির পালক!
সারা পৃথিবীটা প্রিয়,
রঙে মোড়া হোক …!!