অমৃতাভ দে-র আগের ছড়া আকাশ বাড়ি, সহজ পাঠ
রঙিন সুখ
অমৃতাভ দে
হাতের মুঠোয় জোনাকি ধরেছে মেয়ে
ঘাসফড়িংয়ের সঙ্গে মিতালি হল
খেলনা ক্যামেরা, মেয়ের আঙুল ছুঁয়ে
পাখিরা বলল, একটা ছবি তো তোলো।
নানান ভঙ্গি, কিচিরমিচির শুনে
প্রজাপতি এঁকে বসিয়ে দিয়েছে ফুলে
মেয়ে তো আমার গুটিগুটি পায়ে পায়ে
বাড়ির পথটা কখন গিয়েছে ভুলে।
হঠাৎ বৃষ্টি ভিজিয়ে দিয়েছে ওকে
ভুলো মনে আজ ছলাৎ ছলাৎ ঢেউ
সবুজ গাছেরা নামতা পড়ছে দেখো
মাছরাঙা, হাঁস খুব চেনা যেন কেউ।
আঁকাবাঁকা নদী হারিয়ে গিয়েছে দূরে
খেলনা-ক্যামেরা তুলেছে সবার মুখ
জানি না কখন রূপকথা-মোড়া ঘরে
শরৎ-শিউলি ছড়াল রঙিন সুখ