রবিঠাকুরের রসিকতা
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
(১)
প্রভাতকুমার মুখোপাধ্যায়
কোনো একদিন বৈকালে
অলস ছন্দে হেঁটে যাচ্ছেন
নিয়ে একরাশ বই কোলে —
রবীন্দ্রনাথ দেখে ডাকলেন,
‘ওহে শোনো শোনো বৈবাহিক !’
অবাক প্রভাত এলে বললেন,
‘আরে তুমি হলে ‘বই-বাহিক’ !’
(২)
শান্তিনিকেতনের টিচার নেপাল চন্দ্র রায়,
যখন তখন ক্লাশ থেকে সে উধাও হয়ে যায় ;
একদিন হঠাৎ রবীন্দ্রনাথ পত্র পাঠান তাকে,
“দন্ড নিয়ে যেয়ো” — পড়ে ভয়েই কাঁপতে থাকে ।
যাহোক, তবু যেতেই হল ; গল্পসল্প করে
রবীন্দ্রনাথ নিয়ে এলেন লাঠিটি তার ধরে —
‘পরশু ভুলে গেছলে ফেলে, এই নাও সেই ‘দন্ড’ ।’
শুনেই ধড়ে প্রাণটা এল, হাস্যে ভরে গন্ড ।
(৩)
শোনা যাচ্ছিল, ইদানীং নাকি
রোজ চুরি হয় জুতো —
শরৎচন্দ্র এনেছেন তাই
আজ কাগজ আর সুতো ;
সভায় ঢোকার আগেই তা দিয়ে
জুতোটা নিলেন ঢাকি’ —
গুরুদেব দেখে বললেন, ‘কি হে,
পাদুকা পুরাণ নাকি ?’
খুব ভালো লাগলো …মেজদা
LikeLike