রাগটাগ
স্বর্ণাংশু নন্দী
নটবর মাহাতো,
মন বড় ভালো তার,
শুধু যদি চটে যায়,
করে দেয় ছারখার।
রেগে গিয়ে খেয়ে নেয়
কিলো কিলো মুড়কি
খুব বেশি রেগে গেলে
খায় বালি সুরকি
চোখ করে বড়ো বড়ো
ভূঁড়িখানা উঁচিয়ে
গিলে খায় শাকপাতা
কাঁচা কাঁচা কুঁচিয়ে
চোঁ চোঁ করে খেয়ে নেয়
হাঁড়ি ভরা লস্যি
আর শ’খানা লুচি তো
রাগমুখে নস্যি
এমনিই রাগ তার
সব করে নিঃস্ব
গিলে খেয়ে নিতে পারে
এই গোটা বিশ্ব
যদি পায় লোপ সব
সবুজ এ অরণ্য
জেনে রেখো নটবর
দায়ী তার জন্য