রাজাদের বাড়িতে
সঙ্গীতা দাশগুপ্ত রায়
স্ফটিকজলের দিঘীর নিচে তিন কন্যের বাড়ি
এক কন্যে বোনেন সেথায় পদ্মরেণুর শাড়ি
দুই কন্যে সাজান বাগান পান্না চুনির আলোয়
তিন কন্যে আঁকেন ছবি সাদা সবুজ কালোয়
বাড়ির দোরে শিকল বাঁধা দুধ রঙা দুই হাতি
শ্যাওলা রঙা জলের নিচে জ্বলছে হাজার বাতি
প্রবাল গাঁথা সিংহাসনের চুড়োয় সোনার তাজ
তিন কন্যের মনে তবু সুখ নেইকো আজ
রাজা গেছেন যুদ্ধ জয়ে, রাণীও গেছেন পিছে
এক কন্যে বলেন এসব বাগান, আলো মিছে
ফিরিয়ে আনি মা বাবাকে কেউ যদি দেয় খোঁজ
দুই কন্যে বলেন আমি আলো সাজাই রোজ
আসবে ফিরে সবাই কেবল এই আশাতে থাকি
ছোট বলেন আমিও তাঁদের ফেরার স্বপন আঁকি।
যুদ্ধ কোথায় কোন সুদূরে সব ভুলে এক মনে
ফিরবে মাবাপ এ ভরসায় কন্যেরা দিন গোনে
দিন কেটে যায় রাত ঘুরে যায় তিন বোনেদের দোরে
হঠাৎ জলে ঢেউ ওঠে এক শ্রাবণমাসের ভোরে
দাঁড় ছপছপ আওয়াজ ওঠে সঙ্গে বাজে ভেরী
তিন কন্যের ওষ্ঠে হাসি, আর নেই বোন দেরি
যুদ্ধজয়ী রাজা ফেরেন সঙ্গে ফেরেন রাণী
তিনকন্যের বাড়িতে আজ খুশির কানাকানি
রাজা রাণী তিন কন্যের স্ফটিক জলের ঘরে
এখন কেবল রঙিন মাছ আর পদ্ম খেলা করে
জয়ঢাকের ছড়া লাইব্রেরি