রাতের ছবি
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া
রাত পাহারা দেয় যে কারা
পদ্মদিঘির ওই পারে,
কাদের ছায়া হঠাৎ হাওয়া
ছুটছে কে ওই বন ধারে!
চাঁদের আলো মেঘের কালো
আবছায়াতে যায় দেখা,
জলের মাঝে কিম্বা গাছে
দুলছে কালো নীল রেখা।
শনশনিয়ে যায় শুনিয়ে
বাতাস নাচে কার গানে?
খসছে তারা রাতদুপুরে
ঈশানকোণে কার টানে?
সাপ-সাপুড়ে অদ্ভুতুড়ে
ঝোপ বুঝে ঠিক কোপ মারে,
শেয়াল শ্বাপদ হঠাৎ বিপদ
চাপবে কখন কার ঘাড়ে!
পদ্মপাতা গানের খাতা
লিখছে ভ্রমর গুঞ্জনে,
কোন সে কবি রাতের ছবি
আঁকল এমন কোন জনে?