রূপকথার ছড়া
অপর্ণা গাঙ্গুলী
তারপর শুক-সারি কানে কানে বলল
বল সই, কার চোখে চোখ ওই পড়ল?
রাজকন্যের মান ভাঙল সে কে ?
সারি বলে, অচিন সে রাজপুত যে …
ছাদের ধারেতে, দেখে ওই রাজকন্যে
বললো সে বন্ধুরে ‘ওরে মোর জান নে –
ওরে যদি নাই পাই, করবো যে আই ঢাই’
তাই শুনে ফিক করে হেসে সেই কন্যেই
কোথা যে উধাও হল, প্রাণ হল এলোঝেলো
রাজপুত চেয়ে দেখে, ছাদে সে তো আর নেই
সেই থেকে গুমসুম সেই রাজকন্যা
দুই বেলা রাজা রানি দিয়ে যায় ধরনা
কন্যের হাসি নেই, কথা নেই, কাশি নেই
রাজা বলে বিয়ে দেব, হোক ঘরকন্না
শুক বলে, চল সারি উড়ে যাই আমরা –
নিয়ে আসি রাজপুতে, ওর প্রাণ-ভোমরা!
হাসি হোক গান হোক, শান আসমান হোক
বিয়ে হোক আসুক সে যত হোম-চোমরা
সেই শুনে চোখ খোলে ওই রাজকন্যা
আহা কি পদ্ম আঁখ রূপের ওই ঝর্ণা
শুকসারি ধরে আনে সেই রাজপুত্তুরে
বিয়ে হল, থাওয়া হল, উড়ে গেল উত্তুরে
রাজা হাসি, রানী খুশি, উড়ে গেলো সারি শুক
সব দেখে রাজা গজা খানা খায় ভরে বুক
চমৎকার।
LikeLike