এই লেখকের আগের ছড়াঃ পিকনিক, গল্প নয়কো অল্প, গড়িয়ে হাঁটা, অনেক রাতে
রোদের ছানা
হীরক সেন
রোদের একটা ছোট্ট ছানা
ঢুকে পড়েছে ঘরে।
এদিক সেদিক করে,
নাচলে পর্দা, নাচছে আপন মনে।
দরজাটার কোণে,
কিছুক্ষণ, খেলল লুকোচুরি
আমিই যেন বুড়ি,
ছুঁয়ে গেল বার কয়েক এসে।
ধরব বলে, ভালোবেসে
হাত বাড়ালেম যেই
ওমনি দেখি নেই
আকাশে তার মেঘ ঢেকেছে মুখ।
মনে হল, একই ভাবে সুখ,
যায় ছুঁয়ে, আমাকে
যায় হারিয়ে, ধরতে গেলেই তাকে।