কৌশিক ভট্টাচার্য র সমস্ত ছড়া একত্রে
লিমেরিক
কৌশিক ভট্টাচার্য
দিনের বেলা আঁধার বড়ো ঘুটঘুটি
ড্যাবডেবিয়ে যতই খোলো চোখদুটি
ফুর্তি যত গহিন রাতে
মাখন মেখে ডানায়, পা-তে
চাঁদের রোদে সেঁকছে প্যাঁচা পাঁউরুটি।
***
বাড়ছে ভুঁড়ি, হচ্ছে ছোটো সব জামা
বাধ্য হয়ে ঢেঁড়শ খেল বাঘমামা
চর্বিভরা পাঁঠার কিমা
গিলল একা বাঘমামিমা
দুঃখে মামার অশ্রুজলের নেই থামা।