কৌশিক ভট্টাচার্য র সমস্ত ছড়া একত্রে
লিমেরিক
কৌশিক ভট্টাচার্য
সিংহমামা বললো মামী-সিংহীকে,
“অন্ত্যমিলের নিয়মগুলো নেই শিখে
রাখছি কিছু পদ্য ভেবে
সাহিত্যতে নোবেল দেবে
মাংস নিয়ে কাব্য যদি যাই লিখে।”
——————————-
পান্তোভূত-ও জ্যান্ত ছিল এককালে
রক্ষী ছিল দুর্যোধনের ট্যাঁকশালে
মুগ্ধ শুনে পেত্নী যত
বর হবে সে মনের মত —
“দুঁ’হাঁত ভঁরে খুঁব লুঁটেছে ফ্যাঁকতাঁলে।”