অমিতাভ প্রামাণিক -সব লেখা একত্রে
শাব্দিক
অমিতাভ প্রামাণিক
দাম-রা বাজারে বাড়ে, পথেঘাটে দামড়া,
আমরা আমড়া চুষি, পচে যায় আম-রা।
টাক-রা মাথায় বাড়ে, মুখে থাকে টাকরা,
কাক-রা যে কা কা করে, খায় তারা কাঁকড়া?
ন্যাস তো পাতিও হয়, ফলবনে ন্যস্ত
ব্যাস তো এপিক লেখে, তাই খুব ব্যস্ত।
পান – তারে খাও শেষে, আগে খাও পান্তা,
কান – তারে টানো কেন, কা তব কান্তা?
চেস-টা খেলতে লাগে, করে যাও চেষ্টা –
কেসটা জটিল হ’লে ডাক দাও – কেষ্টা!
মিস-টি দোকানে বসে সাঁটাচ্ছে মিষ্টি,
বৃষ-টি গলির মোড়ে ভিজছে, কী বৃষ্টি!
পায় খানা দুবেলা যে, সেই করে পায়খানা,
নাই কানা মামা তোর? তুই তবে নায়িকা না।
অসম্ভব বুদ্ধিদীপ্ত, সত্যিই শব্দের খেলা। শাব্দিক ছড়া! 👌
LikeLike
byapok!!!
LikeLike