অমৃতাভ দে-র আগের ছড়া আকাশ বাড়ি
সহজ পাঠ
অমৃতাভ দে
শীতের বাতাস টোকা দেয় দরজায়
শিশির ডাকছে উঠে পড়ো ছেলেবেলা ।
খেজুরের ভাঁড়ে টুপটুপ ঝরে রস
বাড়ির উঠোনে মেঘ-রোদ্দুর খেলা ।
শীত-রোদ্দুর গায়ে মেখে নিয়ে ছুট —
টিনের বাক্সে নকসিকাঁথাটি রাখা ।
জড়িয়ে নিলাম হিমেল হাওয়ার গানে
রঙিন ফুলের পরাগ রেণুতে মাখা ।
শীতের দুপুর, শান্ত নদীর জলে
পানকৌরিটি লুকোচুরি খেলে যেন — ।
সাদা মেঘ বলে, পালিয়ে যাচ্ছি দূরে
মিছিমিছি তুমি আমায় খুঁজছো কেন ?
ওই দ্যাখো দূরে ওঞ্জনা পাড়ে গ্রাম
নাগরদোলায় সেজেছে সবুজ মাঠ ।
কুমোর পাড়ার গরুর গাড়িটি আজো
শীত কুয়াশায় আমার সহজপাঠ ।