ছড়ার পাতা হই-চই দেবাশিস বসু শরৎ ২০২০

হই-চই

দেবাশিস বসু

হুল্লোড় হই-হই
খেয়াঘাট থই-থই
পাখিদের চই-চই
চলছে।
তোলা থাক বই-টই
সারাদিন টই-টই
কত কথা পই-পই
বলছে।
বাতাসের ফুর-ফুর
নেই মেঘ গুড়-গুড়
রোদ্দুর ঝুর-ঝুর
ঝরছে।
চাঁদনির মখমল
দিঘিজল টলমল
শিশিরেরা ঝলমল
করছে।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s