হই-চই
দেবাশিস বসু
হুল্লোড় হই-হই
খেয়াঘাট থই-থই
পাখিদের চই-চই
চলছে।
তোলা থাক বই-টই
সারাদিন টই-টই
কত কথা পই-পই
বলছে।
বাতাসের ফুর-ফুর
নেই মেঘ গুড়-গুড়
রোদ্দুর ঝুর-ঝুর
ঝরছে।
চাঁদনির মখমল
দিঘিজল টলমল
শিশিরেরা ঝলমল
করছে।
দেবাশিস বসু
হুল্লোড় হই-হই
খেয়াঘাট থই-থই
পাখিদের চই-চই
চলছে।
তোলা থাক বই-টই
সারাদিন টই-টই
কত কথা পই-পই
বলছে।
বাতাসের ফুর-ফুর
নেই মেঘ গুড়-গুড়
রোদ্দুর ঝুর-ঝুর
ঝরছে।
চাঁদনির মখমল
দিঘিজল টলমল
শিশিরেরা ঝলমল
করছে।